• Shaitan (শয়তান) - Hemendra Kumar Roy

  • Aug 23 2024
  • Length: 19 mins
  • Podcast

Shaitan (শয়তান) - Hemendra Kumar Roy

  • Summary

  • সরকারি কাজের তদারকে দুই বন্ধ গেলো হাজারিবাগ জেলার কোন এক অঞ্চলে। সেখানে বাঘের খুব উপদ্রব। দেশী বিলাতি বহু শিকারী হার মেনেছে। আঞ্চলিক লোকের ধারণ ওই বাঘটা একটা অপদেবতা। এই বাঘের বিশেষত্ব হলো বাঘটার লেজ নেই। ও মানুষের গলায় কথাও নাকি বলতে পারে। কখনও বা মেয়েমানুষের গলা নকল করে শিকারী বা সাধারণ মানুষকে আকৃষ্ট করে জঙ্গলের ভিতরে টেনে নেয়। যাইহোক, সেই শয়তানকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেলো এবং তাকে শিকার করে বেশ সুখ্যাতি অর্জিত হলো। এরপর হলো মহা বিপদ ঝড় এত প্রবল ভাবে নামলো যে বাসায় ফেরা সম্ভব হলোনা। পাশেই এক ডাকবাংলোয় থাকায় সেখানেই আশ্রয় নিলো দুজনে। সাথে শয়তানের মৃতদেহ এবং পোষা কুকুর টাইগার। সারারাত আতঙ্কে কাটলো কারন দরজার বাহিরে বাঘের গর্জন এবং বাড়ির ভিতরে পশুর বহু হাড়। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। তাই সতর্ক থাকতে হলো। এদিকে টাইগার কোন ভাবে তাকতে চাচ্ছেনা। অদ্ভূত আচরন করছে। ভয় পাচ্ছে। এরপরই একজন যেন দেয়ালের গায়ে ছায়া দেখতে পেলো। আর বাহিরে তো বাঘের গর্জন আছেই। টাইগার লাফিয়ে উঠে পড়ে গেলো এবং বুঝলো টাইগার আর নেই। এরই মধ্যে খেয়াল হলো শয়তান জেগে উঠেছে। ভয়ে দুজনে মুর্ছা গেলো। পরদিন জ্ঞান ফিরতেই ওখান থেকে ফিরে এলো দুজনে। আর বদলিও হয়ে গেলো তাড়াতাড়ি। শয়তান তো সেরাতে চলেই গেলো। হয়তো শয়তান তখন মূর্ছা গিয়েছিলো, মরেনি। এই ভেবেই হোক বা অন্যকিছু ওরা আর শয়তানের সাথে দেখা হওয়ার আশা করলোনা।

    Audio copyright owned by Kabbik Audiobook & Podcast
    Show More Show Less
activate_samplebutton_t1

What listeners say about Shaitan (শয়তান) - Hemendra Kumar Roy

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.